অভিজিৎ হত্যা মামলার প্রতিবেদন ১১ ডিসেম্বর

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:২৭

সাহস ডেস্ক

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ডিসেম্বর (সোমবার) দিন ধার্য করেছেন আদালত।

১৩ নভেম্বর (সোমবার) ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন। 

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানিয়েছেন, আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ নভেম্বর (সোমবার) দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার (এসি) ফজলুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি।

মামলার অভিযোগ, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে ঘটনার পর দিন ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সহায়তা করতে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। হত্যার জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশ দাবি করেন।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত