ঈশ্বরদীতে ডাকাতের সাথে পুলিশের গোলাগুলি

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ১৮:০২

অনলাইন ডেস্ক

ঈশ্বরদীর পাকশীতে পুলিশ সদস্য এবং ডাকাত দলের সঙ্গে গোলাগুলি হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। প্রায় আধাঘণ্টা গোলাগুলি শেষে সাব্বির হোসেন টনি ওরফে ডাকাত টনি (৩২) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

১৩ নভেম্বর (সোমবার) দিবাগত গভীর রাতে পাকশীর পদ্মা নদীর বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি ধারালো চাকু ও দুই রাউন্ড গুলি উদ্ধার করলেও কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। 

গ্রেপ্তারকৃত ডাকাত টনি পাকশীর রূপপুর নতুনপাড়া এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক জানান, এ সময় ঈশ্বরদী থানার তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দীন জানান, ‘কুষ্টিয়া পয়েন্ট দিয়ে নদী পথে ইয়াবার বড় চালান আসছে এ খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন এ অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশ ৪-৫ রাউন্ড পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে পালিয়ে যাওয়ার সময় টনিকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে একটি ধারালো চাকু ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

ওসি বলেন, টনি সংঘবদ্ধ একটি ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি ডাকাতি মামলা রয়েছে।

সাহস২৪.কম/খান/আল মনসুর