চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা হত্যার ২৩ বছর পর দুই আসামির ফাঁসি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১৩:৩০

শামসুজ্জোহা পলাশ

দীর্ঘ ২৩ বছর পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা মনোয়ার মেম্বার হত্যা মামলার রায়ে দুই আসামি আবদুল মোকিম ও গোলাম রসুলের ফাঁসি কার্যকর করা হয়েছে।

যশোর কারাগারে বৃহস্পতিবার রাত ১১.৪৫ মিনিটে প্রথমে গোলাম রসুল ও পরে আবদুল মোকিমের ফাঁসি কার্যকর হয় বলে নিশ্চিত করেছেন জেল সুপার কামাল হোসেন।

এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিভিল সার্জন উপস্থিত ছিলেন। 

যশোর কারাগারের সুপার কামাল হোসেন জানান, ১৯৯৪ সালের ২৮ জুন চরমপন্থিদের হাতে খুন হন মুক্তিযোদ্ধা ও তৎকালীন ইউনিয়ন পরিষদ সদস্য মনোয়ার হোসেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০০৮ সালের ১৭ এপ্রিল মোকিম ও রসুলসহ তিনজনের ফাঁসি ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত গোলাম রসুল ও আবদুল মোকিম এ দু’জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি আসামিদের খালাস দেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত