শোভাকে উদ্ধারের বিষয়ে রাবি কর্তৃপক্ষের বিভ্রান্তিকর বক্তব্যে শিক্ষার্থীদের হুঁশিয়ারি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১৫:৩১

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলের সামনে থেকে অপহৃত ছাত্রী শোভাকে উদ্ধারের ঘটনা নিয়ে দুই রকমের বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দাবি শোভাকে উদ্ধার করা হয়েছে। আর ভিকটিমের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উদ্ধারের বিষয়টি অস্বীকার করেছেন। আর দুপুরের মধ্যে অপহৃত ছাত্রীর সন্ধান না পাওয়া গেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘অপহৃত শোভা ও সোহেল রানাকে ঢাকার মোহাম্মদপুরে পাওয়া গেছে। তাদেরকে রাজশাহী নিয়ে আসা হচ্ছে।’ তবে কার মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে জিজ্ঞেস করলে তিনি কিছু বলেননি। 

এদিকে উদ্ধারের বিষয়টি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। তিনি বলেন, ‘তাদের দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি, তবে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে।’ সেইসঙ্গে অপহৃত শোভাকে উদ্ধারের বিষয়ে কিছুই জানেন না বলে জানান শোভার মা।

এদিকে দুপুরের মধ্যে অপহৃত ছাত্রীর সন্ধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে পূর্ব ঘোষিত শনিবার সকাল ১০টায় আন্দোলনের কথা থাকলেও তাপসী রাবেয়া হল থেকে বের হতে বাধা দেওয়ার অভিযোগ উঠে।

পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে ক্যাম্পাসে নিরাপত্তা ও পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনসহ সাত দফা দাবি তোলা হয়েছে। এ দাবি নিয়ে শিক্ষার্থীদের ১২ জনের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সাক্ষাত করেছেন।

শিক্ষার্থীদের ‘অধিকার সংরক্ষণ দাবিনামার’ মধ্যে অন্য দাবিগুলো হলো- ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা, ছাত্রী হলের সামনে পুলিশ চেকপোস্ট, প্রত্যেক হলের গেটে এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেটে সিসি ক্যামেরা স্থাপন, সান্ধ্য আইন বাতিল করা, সকল হলে অভিভাবক প্রবেশের অনুমতি এবং প্রত্যেক বিভাগকে তাদের প্রত্যেক ছাত্র-ছাত্রীদের সুবিধা-অসুবিধাগুলো বিবেচনা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, সকালে আমরা আন্দোলনে যেতে চাইলে আমাদের হল থেকে বের হতে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে আমাদের আন্দোলন করার কথা থাকলেও আমারা বের হতে পারি নাই। পরে জোর দাবির মুখে বাধ্য হয়েই বিশ্ববিদ্যালয় ও হল কতৃপক্ষ এবং প্রক্টরিয়াল বডি আমাদের বের হতে দেয়। 

উদ্ধারের বিষয়ে তারা বলেন, শোভাকে উদ্ধার নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবার আমাদের দ্বিমুখী বক্তব্য দিচ্ছে। আমরা ধারণা করছি, আমাদের আন্দোলনকে দামাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। 

এর আগে ছাত্রীদের বের হতে দিতে হলগেটে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রীরা বের ছাত্রীদের মিছিলের সঙ্গে তারা গ্রন্থাগারের সামনে মানববন্ধনে যোগ দেয়। 

শুক্রবার সকালে তাপসী রাবেয়া হলের সামনে থেকে উম্মে শাহী আম্মানা শোভা নামের এক ছাত্রীকে তার সাবেক স্বামী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। শোভা বাংলা স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার তিনি পরীক্ষা দেওয়ার জন্য হল থেকে বের হন। তার সন্ধান দাবিতে শুক্রবারই আন্দোলনে নামের তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা।

ওই ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিকাল ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে রাতের জন্য এ কর্মসূচি স্থগিত করেন তারা। একইসঙ্গে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও ফের উপাচার্যের বাসভবন ঘেরাও করবেন বলে ঘোষণা দেন।

শোভা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তার সাবেক স্বামী সোহেল রানা পেশায় আইনজীবী। সোহেলের বাড়ি জেলার আরেক উপজেলা পত্নীতলার নজিপুরে। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। দুই মাস আগে ডিভোর্স হয়ে যায়। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ সোহেল রানার বাবা জয়নাল আবেদীনকে আটক করে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত