‘দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদক নির্মূল করা হবে’

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১২:২১

সাহস ডেস্ক

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশকে সন্ত্রাসী, জঙ্গিদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

পাবনার আটঘরিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ নভেম্বর (শনিবার) তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, মাদক নির্মূল করা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সব দুর্গম এলাকায় পুলিশ এখন পৌঁছে যাচ্ছে। আইনের শাসন সব জায়গায় বিদ্যমান।

তিনি জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে হাজার বছরের ইতিহাসে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আখ্যা দিয়ে বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ।

মন্ত্রী আগামী ২৫ নভেম্বর আটঘরিয়ার সব জায়গায় ৭ মার্চের ভাষণ বাজানোর আহ্বান জানান। 

সূত্র: বাসস।
সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত