ট্রাফিক সার্জেন্টের চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ১১:৪৮

সাতক্ষীরা প্রতিনিধি

ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলাম জাহিদের চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় মাইক্রোবাস, প্রাইভেট ও মিনিট্রাক চালকরা শহরের মাইক্রো স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, রমজান আলি, নজরুল ইসলাম, কায়েস, আলি আকবর, আমিনুর রহমান, আনার আলি ও মেহেদী হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলাম জাহিদ যোগদান করার পর একের পর এক মাইক্রোবাস, প্রাইভেট ও মিনিট্রাক চালকদের হয়রানি করছেন। গাড়ি রিকুইজিশনের নাম করে ড্রাইভারদের কাছ থেতে দুই থেকে তিন হাজার টাকা আদায় করছেন। জাহিদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সম্প্রতি সাতক্ষীরার ড্রাইভার চালকরা পুলিশের ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পর তিনি তাদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত