মনিরুল ইসলামকে ‘এন্টি টেররিজমে’ বদলি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৭, ১২:১৬

সাহস ডেস্ক

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার রদবদলে ১৫ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

আর পুলিশের শীর্ষ পর্যায়ে এই রদবদলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে কর্মরত মো. মনিরুল ইসলামকে ডিআইজি পদে এন্টি-টেররিজম ইউনিটে বদলি করা হয়। যার হাত দিয়েই ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট যাত্রা শুরু করেছিল।

২৭ নভেম্বর (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত এক আদেশে এ বদলি বা পদায়ন করা হয়। মনিরুল ইসলাম ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বদলি বা পদায়ন করা অন্য কর্মকর্তারা হলেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচালক পদে কর্মরত মেজবাহ উদ্দিনকে কমান্ড্যান্ট (ডিআইজি) টিডিএস ঢাকা, র‌্যাবের পরিচালক পদে কর্মরত সেলিম মো. জাহাঙ্গীরকে পরিচালক (ডিআইজি) এনএসআই ঢাকা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক পদে কর্মরত মো. লুৎফর রহমান মণ্ডলকে ডিআইজি সিআইডি ঢাকা, পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট ড. হাসান উল হায়দারকে পরিচালক (ডিআইজি) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ডিআইজি ঢাকা রেঞ্জ, র‌্যাবের পরিচালক পদে কর্মরত মো. শাহাবুদ্দিন খানকে ডিআইজি শিল্পাঞ্চল পুলিশ ঢাকা, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে কর্মরত মো. মনিরুল ইসলামকে ডিআইজি এন্টি-টেরোরিজম ইউনিট, টিএন্ডআইএম পদে কর্মরত মোর্শেদুল আনোয়ার খানকে ডিআইজি টিএন্ডআইএম ঢাকা হিসেবে বদলি বা পদায়ন করা হয়।

একই আদেশে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ড. এ এফ এম মাসুম রব্বানীকে ডিআইজি এসবি ঢাকা, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে ডিআইজি টিএন্ডআইএম ঢাকা, ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার পদে কর্মরত মীর রেজাউল আলমকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, ঢাকা রেঞ্জে কর্মরত মোহাম্মদ আলী মিয়াকে ডিআইজি এসবি ঢাকা, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে কর্মরত দেবদাস ভট্টাচার্যকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, র‌্যাবের পরিচালক পদে কর্মরত খন্দকার লুৎফুল কবিরকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা এবং পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত মোহা. আবদুল আলীম মাহমুদকে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত