পাবনায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৭, ১২:৪৩

সাহস ডেস্ক

পাবনার ভাঙ্গুরা উপজেলায় একটি মালবাহী একটি ট্রেনের বগি লাইচ্যুত হয়। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর ঢাকার সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১ ডিসেম্বর (শুক্রবার) ভোর ৬টায় ভাঙ্গুরা স্টেশনে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন পাবনা জিআরপি থানার ওসি সাইদ ইকবাল।

ওসি আরও জানান, সিলেট থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশেনের দিকে যাচ্ছিল। পথে ভাঙ্গুরা স্টেশনে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। রেল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন।

ভাঙ্গুরা স্টেশেনের সহকারী বুকিং ইনচার্জ মেহেদী আল-মাসুদ বলেন, দুটি বগির চাকা মেরামত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত