গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা আনিসুর রহমান

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৩

রাষ্ট্রীয় মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমানের (৭২) দাফন সম্পন্ন হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনিসুর রহমানের মৃতদেহ দুপুর দুইটায় রাজশাহী থেকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নিজ বাসভবনে নিয়ে আসা হয়। তার জানাযায় অংশ নিতে উপস্থিত হন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। আসর নামাজ শেষে রহনপুর পুরাতন বাজার ঈদগাহ ময়দানে গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে সংলগ্ন রহনপুর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব রায়হান, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনারদি, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম সভাপতি ও ভোলাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহাজাহান আনসারী, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশেদ আলম বাচ্চু সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত