মেয়র নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যে : ইসি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৭

সাহস ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের ব্যাপারে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড যুক্ত করে, নাকি বাদ দিয়ে নির্বাচন হবে; আইন খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১০ ডিসেম্বর (রবিবার) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানিয়েছেন। 

এই নির্বাচন আইনি বাধা আছে কি না—জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, আইনি কোনো প্রতিবন্ধকতা আছে বলে মনে হচ্ছে না। কারণ, ১৮টি ওয়ার্ডে নির্বাচন করার জন্য ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ ইসিকে অনুরোধ করেছে। এখানে নির্বাচন করতে বাধা নেই। 

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর রাতে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক  যুক্তরাজ্যের লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে ঢাকা উত্তরের মেয়রের পদটি শূন্য হয়।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত