চাঁপাইনবাবগঞ্জে ৩ পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৮

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় গত শুক্র, শনি ও রবিবার পৃথক তিন অভিযানে অবৈধ ৬ বিদেশী পিস্তল, ৮ ম্যাগজিন, ২৪ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি ও র‌্যাব।

রবিবার রাত ৭টায় শিবগঞ্জ উপজেলার লছমানপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ বিদেশী পিস্তল, ৬ ম্যাগজিন ও ১৪টি গুলিসহ আব্দুল করিম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার করিম শিবগঞ্জের সীমান্তবর্তী জমিনপুর পূর্বপাড়া গ্রামের এমাজ উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, লছমানপুর গ্রামের ফুলতলারঘাট ব্রিজের পার্শ্বের একটি আমবাগানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সেখান হতে আব্দুল করিমকে ওইসব অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল করিম দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর থেকে ২ বিদেশী পিস্তল, ২ ম্যাগজিন, ৪টি গুলিসহ দুই তরুণকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত শুক্রবার রাতে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের সীমান্তবর্তী কোদালকাঠি এলাকা থেকে ১ পিস্তল ও ৬টি গুলি উদ্ধার করে বিজিবি। এসব ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত