খামারবাড়ির গবেষণাগার ভাঙতে বাধা নেই

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৭, ১৮:০১

সাহস ডেস্ক

ঢাকার ফার্মগেইটে কৃষি গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবন ভাঙার ওপর হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই ল্যাবরেটরি ভবন ভাঙতে আর কোনো বাধা থাকল না।।

১১ ডিসেম্বর (সোমবার) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

গত ১ নভেম্বর হাইকোর্ট এক আদেশে কৃষি গবেষণার জন্য রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে প্রতিষ্ঠিত ল্যাবরেটরি ভবনসহ খামাড়বাড়ি ইনস্টিটিউটের মধ্যে থাকা ঐতিহ্যবহনকারী পুরাতন ভবন ভাঙায় নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে হাইকোর্টের আদেশ পৌঁছানোর আগেই  ভবনগুলো ভেঙে ফেলা হয়।

বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলামের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। ‘ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত