অতিরিক্ত সচিব হলেন ১২৮ কর্মকর্তা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৪

সাহস ডেস্ক

জনপ্রশাসনের ১২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। ১১ ডিসেম্বর (সোমবার) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এবার অতিরিক্ত সচিব পদে নবম ও দশম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া ১৯৮২, ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৬ ব্যাচের বাদপড়া কয়েকজনও পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। 

কিছুদিন ধরেই এই পদোন্নতি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছিল। এ নিয়ে প্রশাসনে কিছুদিন ধরেই ব্যাপক আলোচনা চলছিল। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, শিগগির যুগ্ম সচিব ও উপসচিব পদেও পদোন্নতি দেওয়া হবে। উপসচিব পদে ২৪তম বিসিএস ব্যাচকে প্রাধান্য দেওয়া হবে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত