বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৯

সাহস ডেস্ক

বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী ও এক বাসচালক নিহত হয়েছেন।১৬ ডিসেম্বর (শনিবার) বাগেরহাট-খুলনা মহাসড়কের বারাকপুর বাজার এলাকায় এই দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার কোড়ামারা এলাকার গরু ব্যবসায়ী আল আমিন (৩৬), দেপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মিজান (৩৮) এবং
নিহত অন্যজন হচ্ছেন হানিফ পরিবহনের বাসচালক এবং কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গনকপাড়ার মুকুল (৪০)।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাবুর রহমান জানান, শনিবার ভোরে বাগেরহাট-খুলনা মহাসড়কের ধরের ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহন ও চুকনগরগামী গরু ব্যবসায়ীদের একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে দুই গরু ব্যবসায়ীসহ চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গরু ব্যবসায়ী আল আমিন ও মিজানকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এ সময় পিকআপ চালকসহ আরো দুজন আহত হয়েছেন।

একই দিন বেলা সাড়ে ১২টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের বারাকপুর বাজার এলাকায়  হানিফ পরিবহন ও মীমজাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে বাসচালক মুকুল নিহত হন। এ সময় ১০ যাত্রী আহত হয়। আহতদের বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত