আগামিকাল সংসদের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের জানাজা

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:০২

সাহস ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক না ফেরার দেশে চলে গেছেন। তার নামাজের জানাজা আগামিকাল রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান তিনি।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান বলেন, ১৭ ডিসেম্বর (রবিবার) সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীর নামাজের জানাজার পর মরদেহ তার নর্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর উপজেলায় নেয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে  বলে জানা গেছে।

মন্ত্রী ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। তিনি আগস্ট মাস থেকে প্রোস্টেট গ্লাণ্ডের  সংক্রমণে ভুগছিলেন এবং ১৩ ডিসেম্বর থেকে হাসপাতালের আইসিইউ-এর ১৬ নম্বর বেডে লাইফ-সাপোর্টে ছিলেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত