মগবাজার ফ্লাইওভারে বাসচাপায় নিহত ১

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৫

সাহস ডেস্ক

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপরে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানীজোড়া গ্রামে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি টঙ্গীর চেরাগ আলী এলাকায় থাকতেন।  

১৮ ডিসেম্বর (সোমবার) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল মারা যান। 

নিহতের ছেলে শুভ জানান, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণে জন্য রাতে সপরিবারে তারা বাসে করে ঢাকায় আসে। বাসটি মগবাজার ফ্লাইওভারে ওপরে তাদের নামিয়ে দেয়। বাস থেকে নামার পর তারা সবাই মিলে ফ্লাইওভারের একপাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি যাত্রীবাহী বাস একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল। হঠাৎই একটি বাস তাদের ফ্লাইওভার ব্রিজের রেলিংয়ের সঙ্গে চাপা দেয়। এতে তার বাবা শফিকুল ইসলাম বুকে আঘাতপ্রাপ্ত হন। আর তিনিও ডান পায়ে আঘাত পান।

শুভ বলেন, ‘পরে পথচারীরা শফিকুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত