ফলাফল যাই হোক সুষ্ঠু ভোট হলে মেনে নিব: ঝন্টু

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৭, ১২:০৯

অনলাইন ডেস্ক

ফলাফল যাই হোক সুষ্ঠু ভোট হলে মেনে না নেওয়ার কোনও কারণ নেই বলে উল্লেখ করেছেন রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সোয় দশটার দিকে তিনি নগরের সালেমা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে এ কথা বলেন।

তিনি আরও বলেন,উন্নয়নের স্বার্থে মানুষ নৌকায় ভোট দিবে। নির্বাচনে জয়ী হলে সবার সহায়তা নিয়ে সুন্দর নগরী গড়ে তুলব।

এদিকে রংপুর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা অভিযোগ করেছেন তার এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, বিএনপির এমন অভিযোগ পুরনো।

সাহস২৪.কম/আল মনসুর