খুলনার ১১ ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৮

সাহস ডেস্ক

খুলনার ডুমুরিয়া উপজেলার ১১ ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে ওই ১১ জনের বিরুদ্ধে।

২৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামিরা খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া, পাচুরিয়া, আটলিয়া গ্রামে মুক্তিযুদ্ধের পক্ষের ২২ ব্যক্তিকে হত্যা করে। এ ছাড়া অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুট করার প্রমাণও পাওয়া গেছে।

তদন্তে ৪৮ ব্যক্তির সাক্ষ্য, খুলনা জেলার রাজাকার তালিকাসহ একাত্তরে প্রকাশিত সংবাদপত্রকে আমলে নেওয়া হয়েছে বলেও জানান হেলাল উদ্দিন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত