বন্দুকযুদ্ধে যুবক নিহত

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৮, ১৩:৪৪

সাহস ডেস্ক

যশোরের ঝিকরগাছা উপজেলায় বন্দুকযুদ্ধে পালসার বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় উক্ত স্থান থেকে পিস্তল,   ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের দুই কনস্টেবলও আহত হন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দাবি, নিহত পালসার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

৬ জানুয়ারি (শনিবার) সকালে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানিয়েছেন,  নিহত পালসার বাবু আওয়ামী লীগকর্মী আব্বাস আলী হত্যা মামলার এক নম্বর আসামি। 

গত ২ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ঝিকরগাছার চন্দ্রপুর গ্রামে সন্ত্রাসীদের বোমা হামলায় আওয়ামী লীগকর্মী আব্বাস আলী  (৪৫) নিহত হন। তার এক ভাই আবদুস সালাম স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। আরেক ভাই কামাল হোসেন  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়ার দাবি, ঝিকরগাছার রিফিউজিপাড়ায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন খবর পেয়ে শনিবার ভোর ৪টায় র‍্যাবের একটি দল সেখানে যায়। এ সময় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে  র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া  যায়। পরে র‍্যাব ঝিকরগাছা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, আহত দুই র‍্যাব সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানানো হয়নি।

ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, নিহত বাবুর বিরুদ্ধে থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত