লালমনিরহাটে শীতজনিত রোগের প্রকোপ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৮, ১১:৩১

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী লালমনিরহাটে শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ফলে সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন হয়ে ঢেকে যাচ্ছে সীমান্তের এ জেলা। সারারাত বিরাজ করা ঘন কুয়াশা পর দিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্থায়ী থাকছে। কুয়াশার সাথে হিম বাতাস থাকায় ঠান্ডার মাত্রা বেড়ে গেছে।

গত ৪ দিন ধরে এ অবস্থা বিরাজ করছে লালমনিরহাট জেলার ৫ উপজেলায়। এতে জেলার তিস্তা-ধরলা নদী সংলগ্ন ছোট-বড় অর্ধশতাধিক চরাঞ্চলের মানুষ ঠান্ডাজনিত ঝুঁকিতে পড়েছেন। 

এদিকে, লালমনিরহাটে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অন্ততঃ শতাধিক রোগী সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যাই বেশি। 

হাসপাতাল সূত্র জানায়, শীত বৃদ্ধি পেতে শুরু করায় শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এ রোগে আক্রান্তদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ট্রেন ও বাস গতি কমিয়ে চলাচল করছে।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ কাসেম আলী জানান, গত ৪ দিন ধরে শীতের প্রকোপ দেখা দেয়ায় ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। আমরা সকলকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিচ্ছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত