হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সির সংখ্যা বাড়নো হল

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭

সাহস ডেস্ক

ঢাকার হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সেবা বেড়েছে। নতুন নৌপথ চালুর পাশাপাশি ট্যাক্সির সংখ্যাও বাড়ানো হয়। ইতোমধ্যে হাতিরঝিলে ঘুরতে ও বিনোদনের জন্য ওয়াটার ট্যাক্সি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

২০১৬ সালের ডিসেম্বরে চারটি ট্যাক্সি নিয়ে হাতিরঝিলে পারাপার শুরু হয়। যাত্রী পারাপারের পাশাপাশি বিনোদনের অন্যতম ব্যবস্থা এই ট্যাক্সি। বর্তমানে ট্যাক্সির সংখ্যা ১৩। গত ডিসেম্বরে নতুন তিনটি ট্যাক্সি যোগ হয়। এই তিনটি ট্যাক্সি অন্যগুলোর চেয়ে একটু আলাদা। চারদিক ঘেরা। এর মধ্যে একটি বেশ বড়। এটায় প্রায় ৮০ জন চড়তে পারে। অন্য দুটিতে ৫০ জন করে।

যাত্রী চাহিদার কথা মাথায় রেখে আরও একটি নৌপথ চালু হয়েছে। পুলিশ প্লাজা থেকে রামপুরা পর্যন্ত। এ বছরই চালু হয়। ভাড়া ১৫ টাকা। হাতিরঝিলে এখন পাঁচটি ঘাট রামপুরা, এফডিসি, গুলশান, বাড্ডা ও পুলিশ প্লাজা।

হাতিরঝিল সমন্বিত প্রকল্পের পরিচালক (রাজউক) জামাল আক্তার বলেন, যথেষ্ট সাড়া পাওয়ার কারণেই নতুন রুট চালু হয়েছে এবং ট্যাক্সিও বাড়ানো হয়েছে। সামনে ১৫ থেকে ২০ সিটের আরও কিছু ওয়াটার ট্যাক্সি নামানো হবে। পানিতে দুর্গন্ধের ব্যাপারে বলেন, এটা নিয়ে তাঁরা কাজ করছেন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত