৯ ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ১১:৩২

সাহস ডেস্ক

ঘন কুয়াশার কারণে শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা ৫৮ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে।

বিমানবন্দর সিভিল এভিয়েশনের ডিউটি রুমের দায়িত্বরত কর্মকর্তা মনোয়ারা খান জানান, কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়। এরপর একটি ফ্লাইট উড্ডয়ন ও একটি ফ্লাইট অবতরণ করে।
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত