আজ হিলি ট্রেন ট্রাজেডি দিবস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ১২:৩৬

হিলি প্রতিনিধি

আজ ১৩ জানুয়ারি দিনাজপুরের হিলি ট্রেন ট্রাজেডি দিবস। ১৯৯৫ সালের এই দিনে রাত সাড়ে ৯টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেনের সাথে বিপরিত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংষর্ষে লোকাল ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগী দুমড়ে মুচড়ে যায়। এতে ২৭ জন ট্রেন যাত্রী প্রাণ হারায় এবং শতাধিক যাত্রী আহত হয়। অনেকেই পঙ্গুত্ব বরণ করেন।

দায়িত্বহীনতার কারণে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্বরণে স্থানীয় রেলওয়ে একাতা ক্লাবের উদ্যেগে দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্রাজিডি দিসব হিসেবে পালন করা হয়।

দিসবটি উপলক্ষে কালো ব্যাচ ধারণ, ট্রেন দুর্ঘটনা এড়াতে ট্রেনে ব্যনার লাগানোসহ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত