চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোনা রূপার কয়েনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ১২:৫৬

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অবৈধভাবে বহনকালে সোনা, রুপা, তামা ও নিকেল কয়েন, ভারতীয় রুপিসহ গোপাল লালা (৪১) নামে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার গোপালগঞ্জ গ্রামের বিভূতি লালার ছেলে।

সোনামসজিদ বিওপির টহল দল গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সীমান্তের ১শ’ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত গোপাল লালার নিকট ৩২ গ্রাম ওজনের ৪টি সোনার কয়েন, ৯১৮ গ্রাম ওজনের ১১২টি রুপার কয়েন, ২টি করে নিকেল ও তামার কয়েন, চার হাজার ভারতীয় রুপি, দেড় হাজার বাংলাদেশী টাকা ও ২টি মোবাইল ফেনসেট পাওয়া যায়। জব্দকৃত মালামালের মূল্য ২ লক্ষ ১৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিককে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে. কর্ণেল রাশেদ আলী।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত