মগবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৮, ১৬:৩১

অনলাইন ডেস্ক

রাজধানীর মগবাজার এলাকায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর আগেই ভবনের বেসমেন্টে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি বলেন, শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে মগবাজার ২ আউটার রোড সংলগ্ন মৌচাক সড়কে গ্রিন অস্ট্রাল নামে ১৬ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। ভবনের বেসমেন্টে রাখা প্রাউভেট গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, ভবনটি ফ্লাইওভার সংলগ্ন হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে সময় লাগে। এ জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।