সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:১০

অনলাইন ডেস্ক

সিলেটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে সিলেট পল্লী বিদ্যুত্ সমিতির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। নিহতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শুক্লা তরফদার (৩০) তার দেড় বছরের শিশুকন্যা ইতপা রানী (৫) এবং তার শাশুড়ী অমকা রানী (৫৫)।

এদিকে দুর্ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় সিলেট-তামাবিল সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে দেন।

জৈন্তাপুর থানার ওসি খান মো. মঈনুল আজাদ দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসামানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাহস২৪.কম/আল মনসুর