যশোরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ১৫:১৮

সাহস ডেস্ক

টানা দশদিন শৈত্যপ্রবাহে যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষসহ প্রাণিকুল। প্রতিদিনই ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা। 

১৪ জানুয়ারি (শনিবার) সকালেও যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ নিয়ে এই মৌসুমে তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড করা হলো।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা। একই সঙ্গে প্রবাহিত হচ্ছে তীব্র বাতাস। সকালে রাজধানীর চিত্র এমনই। গত কয়েকদিন থেকে কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা বাড়ছে দেশের প্রায় সব এলাকায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, এখন পর্যন্ত যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আপডেট জানানো হবে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত