পঞ্চগড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল উদ্ধার

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৮, ২১:৩৯

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় জেলা শহরের করতোয়া নদীর বালু চরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টাল শেল ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে মর্টাল শেলটি ধ্বংস করা হয়।

রংপুর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল মর্টার শেলটি ধ্বংস করে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন সরকার জানান, মর্টার শেলটির গায়ে লেখা রয়েছে ১৯৪৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মর্টার শেলটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। গত বছরের নভেম্বরে জেলা শহরের ইসলামবাগ এলাকায় স্থানীয়রা মাটি খননের সময় মর্টার শেলটি পেয়ে থানায় জমা দেয়।

সাহস২৪.কম/রিয়াজ