বঙ্গভবন থেকে মোনাজাতে হাত তুললেন রাষ্ট্রপতি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১২:৫৫

সাহস ডেস্ক

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আজ রবিবার (২১ জানুয়ারি) ১০টা ২৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। বাংলা ও আরবি ভাষায় ২৫ মিনিটের এ মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য মাওলানা জুবায়ের।

মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়।

বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি হামিদ।

গত ১২ জানুয়ারি ভোরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ওই পর্বে অংশ নেন ঢাকাসহ ১৭ জেলার মুসলমানরা। চার দিন বিরতি দিয়ে ঢাকা ছাড়াও আরও ১৫ জেলার মুসলমানদের অংশগ্রহণে গত শুক্রবার শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা আজ রবিবার শেষ হল।

এর বাইরে দেশের বাকি ৩২টি জেলার মানুষ আগামী বছর দুই পর্বে ইজতেমায় অংশ নেবেন।

সাহস২৪.কম/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত