আত্রাইয়ে ব্রিজের অভাবে দুই ইউনিয়নের দুর্ভোগ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৬:১২

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর বাজার সংলগ্ন একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে আসছেন। এ পথে যাতায়াত করতে শিক্ষার্থীসহ সর্ব স্তরের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রায়পুর গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন রায়পুর গ্রামবাসীর যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। রায়পুর, ডাঙ্গাপাড়া, ভবানীপুরসহ বেশ কয়েকটা গ্রামের লোকজনকে পারাপার হতে হয় একটি মাত্র নৌকার মাধ্যমে। রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়, ইক্বরা মহিলা মাদ্রাসা ও এতিমখানা এন্ড নুরানী স্কুলের শত শত শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য এ পথ ব্যবহার করতে হয় যা কমলমতি শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন জানান, শাহাগোলা ইাউনিয়নের পার্শ্ববর্তী কালিকাপুর ইউনিয়নের রায়পুর ব্রিজটি জনগুরুত্বপূর্ণ। আশা করছি জুন-জুলাই মাসের দিকে এই ব্রিজের কাজ শুরু হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত