খালেদার উপদেষ্টা তৈমুর গ্রেপ্তার

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৩০

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য, গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর সোয়া ১টায় নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান জানান, ২০১৫ সালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালান তৈমুর আলম ও তার লোকজন। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। এই ঘটনায় ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তৈমুর আলম খন্দকার পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হলো।

অপরদিকে, তৈমুর গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর