রোহিঙ্গাদের দেখতে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৪৮

সাহস ডেস্ক

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা সরেজমিন দেখতে আগামি ২৭ জানুয়ারি দুদিনের সফরে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এর আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা আসেন।

পৌনে ১২ ঘণ্টার ওই সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাননি ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী। তবে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতেই ঢাকা এসেছিলেন তিনি। ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা এসেছিলেন মিয়ানমার হয়ে। বাংলাদেশ সফরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত