সাংবাদিকদের সিইসি

বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৮

সাহস ডেস্ক

বিএনপি ছাড়া আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিইসি বলেন, আমরা আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি।

অতীতের যে কোন সময়ের তুলনায় আগামী নির্বাচনের ভালো হবে দাবি করে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ভালো হওয়ায় সব দলই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত