খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করেছেন: ইনু

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৩

সাহস ডেস্ক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করেছেন। আদালতে এ মামলার বিচার চলছে। আদালতের নিয়মেই বিচার হচ্ছে। এখানে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।’

রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র ও হুমকি-ধমকি দিচ্ছেন। কিন্তু তাতে কোনও লাভ হবে না। কারণ নির্বাচন যথাসময়ে শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের সেই স্বপ্ন কখনই বাস্তবায়িত হবে না। তিনি গণতান্ত্রিক নির্বাচনের সঠিক রূপরেখা আজও  দিতে পারেননি। শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে যাবো না বললে হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এর আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে পৌঁছালে ভেড়ামারা কলেজের শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা কলেজ অধ্যক্ষ মো. শামছুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) নূরানী ফেরদৌসী দিশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাসেল মিয়া, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী প্রমুখ। সভা শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত