দূতাবাসে হামলার নিন্দা ডেনমার্ক আ.লীগের

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫১

সাহস ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিএনপি-জামায়াতের হামলার প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ।

৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া।

এর আগে খালেদার দুর্নীতি মামলার আগের দিন ৭ ফেব্রুয়ারি (বুধবার) হাই কমিশনারের কাছে স্মারকলিপি দিতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর চালায় বিএনপি-জামায়াতের কর্মীরা।

আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, বিদেশের মাটিতে এমন ঘৃণ্য কাজ যারা ঘটিয়েছে তাদের ঘৃণাভরে নিন্দা জ্ঞাপন করি। দেশের ভাবমূর্তি যারা ক্ষুন্ন করে তারা আর যাই হোক দেশের মঙ্গলকারী নয়। বিএনপির সমর্থকরা আবারও প্রমান করলো তাদের দল একটি সন্ত্রাসী সংগঠন এবং এর নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত।

বিবৃতিতে দূতাবাসে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিবৃতিতে সম্মতি জানান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ, হিল্লোল বড়ুয়া, পরিবেশ সম্পাদক ফাহমিদ আল মাহিদ, প্রচার সম্পাদক আহসান উজ্জামান, আবদুল আল জাহিদ, কবির আহমেদ, কোহিনুর আখতার মুকুল, শামসুল আলম চৌধুরী প্রমুখ।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত