যুদ্ধাপরাধে এবার ৩১তম রায়ের অপেক্ষা

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩১

সাহস ডেস্ক

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ অর্থাৎ যুদ্ধাপরাধে ৩১তম মামলার রায় ঘোষণা অপেক্ষায় রয়েছে। এ মামলায় নোয়াখালীর সুধারমের আমির আলীসহ চার জনের বিরুদ্ধে যে কোন দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়েছে।

চার আসামি হলেন- আমির আহম্মেদ, জয়নাল আবদিন, আব্দুল কুদ্দুস এবং আবুল কালাম এ কে এম মনসুর।

উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ আদেশ দেয়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় এটি হবে ট্রাইব্যুনালের ৩১তম রায়।

২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, এর আগে গত ১০ জানুয়ারি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার ২ জনকে ফাঁসির আদেশ ও ৩ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়ে ৩০তম মামলায় রায় ঘোষণা করা হয়।

সাহস২৪.কম/ জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত