রাজধানীতে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৯

অনলাইন ডেস্ক

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২-এর একটি দল। সোমবার (১২ ফেব্রয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন নাজমুল ইসলাম শান্ত (২৬) ও নুরুজ্জামান লাবু (৩৯)।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তাদের মধ্যে একজন নুরুজ্জামান লাবু জেএমবির ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক নেতা। র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় জানানো হয়, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, জঙ্গিবাদী বই ও ডলার উদ্ধার করা হয়েছে।

সাহস২৪.কম/আল মনসুর