দেবহাটায় ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা দেবহাটায় ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছেন সাংবাদিকরা।

সামাবেশে সাংবাদিকরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার পরিকল্পনা চলছে। যা স্বাধীন দেশের মানুষ কখনো মেনে নিবে না।

মঙ্গলবার দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের আয়োজনে পারুলিয়া বাসস্টান্ডে মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য এস.এম নাসির উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, এখন ৩২ ধারা নামে সাংবাদিকদের পায়ে শিকল পরানোর চেষ্টা চলছে। দেশের মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়ার আর এক নাম ৩২ ধারা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত