মধ্যবাড্ডায় ভেঙে পড়েছে ইউলুপের বিম

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭

সাহস ডেস্ক

রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, বিমের একটি মাথা উপরে ঝুলানো ও অপর মাথাটি রাস্তায় পড়েছিল। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ রাস্তাটি বন্ধ করে দিয়েছিল। এ ঘটনায় কিছুক্ষণ বাড্ডা-রামপুরা এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পরে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় বিমটি সরিয়ে নেওয়া হলে সকাল ৯ টার দিকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান আব্দুল্লাহ আল মামুন।

রাজধানীর গুলশান থেকে হাতিরঝিল হয়ে রামপুরামুখী যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় দুই বছর আগে মধ্যবাড্ডায় ইউলুপ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু দুই বছরেও ইউলুপের কাজ শেষ হয়নি।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত