রাঙ্গুনিয়ার সাবেক এমপি ইউসুফ আর নেই

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আলোচিত সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আর নেই ।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

প্রবীণ এই রাজনীতিবিদের ছোট ভাই মোহাম্মদ সেকেন্দার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মরদেহ চট্টগ্রামে নেওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।ইউসুফ দীর্ঘ ১০ বছর ধরে অসুস্থ ছিলেন। ২-৩ বছর ধরে তিনি চলার শক্তি হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। গত ৯ জানুয়ারি তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

মোহাম্মদ ইউসুফ ১৯৯১ সালে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ থেকে রাঙ্গুনিয়া-৭ আসনে নির্বাচিত হয়েছিলেন। এক সময় কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা নিজের জন্য গড়েননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও। এমনকি কোনো ব্যাংক-ব্যালেন্সও নেই তার। 
অর্থাভাবে সাবেক এই সংসদ সদস্যের চিকিৎসা অনেক দিন বন্ধ ছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সাহস২৪.কম/আল মনসুর