প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

দেশবাসীর জন্য তিনটি সুখবর দেন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৪

সাহস ডেস্ক

সম্প্রতি ভ্যাটিকান সিটি ও ইতালি সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য তিনটি সুখবর দেন। 

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তির ফোরজি, বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণ ও কার্গো বিমানের উপর ব্রিটেনের নিষেদ্ধাজ্ঞা প্রত্যাহার- এই তিনটি সুখবর তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এক সময় মোবাইল ফোন ব্যবহার করা কঠিন ছিল। আমি ক্ষমতায় এসে মোবাইল ফোন ব্যবহার করা সহজ করি। ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর থ্রিজি সেবা চালু করি। এরপর আজ সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগ আনুষ্ঠানিকভাবে ফোরজি ইন্টারনেট সেবা উদ্বোধন করবে।

তিনি বলেন,  আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। শিগগির এটা উদ্বোধন করা হবে।

তিনি বলেন, আপনারা জানেন ব্রিটেন দীর্ঘদিন যাবৎ কার্গো পরিবহন নিষিদ্ধ করে রেখেছিলো, এখন তারা তা তুলে নিয়েছে। এটাও আমাদের জন্য একটা সুখবর।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত