চাঁদপুরের ব্যবসায়ীকে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২০

সাহস ডেস্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাসুদ রানা (২৩) নামের এক তরুণ ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ পাঁচ আসামির ফাঁসির আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- মতলব উত্তরের ইয়ামিন বেপারী (২৪), পশ্চিম লুধুয়া গ্রামের আবদুল খালেক মোল্লা (৩২), ফারুক ওরফে নবী (২৫), আলী মুন্সী (২৮) ও দক্ষিণ লুধুয়া গ্রামের সেলিম মাঝি (২২)।

রায় ঘোষণাকালে আসামি ফারুক ও আলী মুন্সী উপস্থিত ছিলেন। অন্যরা ঘটনার পর থেকে পলাতক।

চাঁদপুরের অতিরিক্ত পিপি সায়েদুল ইসলাম জানান, রায়ে অপর তিন আসামি পশ্চিম লুধুয়া গ্রামের কামাল হাওলাদার (৩০), কেরামত আলী মোল্লা (৫৫) ও চেরাগ আলী মোল্লাকে (৫২) বেকসুর খালাস দিয়েছে আদালত।

তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে ২০০৮ সালের ৫ অক্টোবর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মাসুদ রানাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। ১৫ অক্টোবর লাশ পেয়ে তার বাবা রবিউল মতলব উত্তর থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ ২০০৯ সালের ৩০ মে এ মামলার অভিযোগপত্র দেয়। মামলায় ১৫ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করে বলে জানান পিপি সায়েদুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত