অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই: ওবায়দুল কাদের

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫০

সাহস ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া আমাদের আজকের দিনের অঙ্গিকার। আমরা ৫২ ও ৭১ এর চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। ভাষা আন্দোলনে শহীদদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির মাধ্যমে স্বার্থক হয়েছে।’

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আজকে একটাই দাবি জাতিসংঘের কাছে, বিশ্বে প্রায় ৩০ কোটি বাঙালির ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা প্রদান করবে, এটাই প্রত্যাশা; বাঙালি জাতির পক্ষ থেকে আমাদের দাবি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলা ভাষা আজকে সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলা ভাষা বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একুশে ফেব্রুয়ারির মর্যাদা প্রাপ্তির মধ্য দিয়ে শহীদদের আত্ম-বলিদান স্বার্থক হয়েছে। 

কাদের বলেন, একুশের অবিনাশী চেতনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকের এই বাংলাদেশ। একুশ এবং একাত্তরের চেতনায় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। 

ওবায়দুল কাদেরের শ্রদ্ধা জানানোর সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত