বাংলাদেশে দুর্নীতি কিছুটা কমেছে: টিআই

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৭

সাহস ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী, বাংলাদেশে দুর্নীতি কিছুটা কমেছে। ২০১৭ সালে দুর্নীতিতে ১৮০টি দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। অর্থাৎ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৭তম হয়েছে। ২০১৬ সালে ছিল যা ১৫তম। 

বৃহস্পতিবার বিশ্বের সব দেশে একযোগে ২০১৭ সালের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এর অংশ হিসেবে রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলন দুর্নীতির ধারণা সূচকের বাংলাদেশের অংশটুকু পড়ে শোনান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ২০১৭ সালে এক্ষেত্রে স্কোর ২ পয়েন্ট বেড়ে ২৮ পয়েন্ট হয়েছে। গত বছর এ স্কোর ২৬ পয়েন্ট ছিল। স্কোর ও ধাপ বৃদ্ধিতে কিছুটা উন্নতি হলেও দুর্নীতির মাত্রা অধিক বলা চলে। রাজনৈতিক সদিচ্ছার অভাব, অর্থপাচার, সরকারি পৃষ্ঠপোষকতা, ব্যাংকিং ক্ষেত্রে দুর্নীতি দমনে ব্যর্থতা- এসব কারণে এ ধারণা সূচকে খুব বেশি উন্নতি হচ্ছে না বাংলাদেশের। তবে এবার কিছুটা স্বস্তি এলেও, এতো সন্তোষ প্রকাশ করার কিছু নেই।

দুর্নীতির এ ধারণা সূচকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড ও  সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে সোমালিয়া।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত