‘বাংলাদেশকে কেউ আর অবহেলা করতে পারবে না’

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৮

সাহস ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই বাংলাদেশকে যেন কেউ অবহেলা না করতে পারে। আমরা নিজেদের অর্থায়নে দেশের উন্নয়নে কাজ করছি। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৬ষ্ঠ ইঞ্জিনিয়ার কোর পুর্নমিলনী ও বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো। আর ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী নাটোরের দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছান। এসময় তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, কর্নেল কমাড্যান্ট ও কমাড্যান্ট ইসিএসএমইসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

এরপর তিনি কাদিরাবাদ সেনানিবাস্থ ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এর প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত