পঞ্চগড়ে নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে নিহত ৩

প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ১৫:০২

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড়ে প্রেট্রোল পাম্পের ছাদ ধসে লিটন (৩৫), বাবু (২৬) ও সাজু (৩৫) নামে তিন শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত ৬ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ৩ জন জেলা শহরের পূর্ব জালাসীর আক্কাস আলীর ছেলে গোলাম মাওলা লিটন, চাঁন পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু ও পৌরসভার দর্জিপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজু।

বুধবার (৭ মার্চ) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধনীপাড়ায় পঞ্চগড় ফিলিং স্টেশন নামে নির্মাণাধীন একটি প্রেট্রোল পাম্পের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।

পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ জানান, দুপুরে ওই ফিলিং স্টেশনের সামনের অংশের ঢালাই চলার সময় ছাদটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক সেখানে চাপা পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চাপা পড়া ৯ জন শ্রমিককে উদ্ধার করে। এদের মধ্যে ৩ জন মারা যায়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত