জঙ্গল সলিমপুরে হত্যা-ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশ | ১২ মার্চ ২০১৮, ১১:১১

অনলাইন ডেস্ক

সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে র‌্যাবের সঙ্গে ডাকাতের গুলি বিনিময়ের ঘটনায় ভূমিদস্যু ও সন্ত্রাসী কালু ডাকাত (৪২) নিহত হয়েছে। যার বিরুদ্ধে থানায় ডজনখানেক মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর উপ পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলছেন, সোমবার ভোর রাতে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে গোলাগুলির ওই ঘটনা ঘটে।  তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব কর্মকর্তা আশেকুর রহমান বলেন, তাদের একটি দল গভীর রাতে জঙ্গল সলিমপুরে টহলে গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলির পর একজনকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারিম তার নাম কালু।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর।

সাহস২৪.কম/মশিউর