কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ১১:৩৭

অনলাইন ডেস্ক

নেপালে ইউএস-বাংলার এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছেন।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান তুহিন জানান, মঙ্গলবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট প্রতিনিধি দলটিকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দফতর। উদ্ধার করা হয় ২২ আরোহীকে।

সাহস২৪.কম/মশিউর