বাংলাদেশ বিষয়ে কথা বলতে জাতিসংঘে প্রতিনিধি দল

প্রকাশ : ১৩ মার্চ ২০১৮, ১৫:২৭

সাহস ডেস্ক

বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন ও আলোচনায় যোগ দিতে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

১২ সদস্যের প্রতিনিধিদলটি নিয়ে ১৩ মার্চ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ প্রথমবারের মতো সেখানে স্বেচ্ছায় অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন।  প্রায় দুইদিন ব্যাপী এই বিষয়গুলোর উপরে ১৮ জন বিশেষজ্ঞ ৯ ঘন্টা ধরে প্রশ্ন এবং আলোচনা করবেন।

রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় এটা একটি অনেক বড় পদক্ষেপ বলেই মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।  সেই সাথে দলটি আইওএম এবং ইউএনএইচসিআরের প্রধানদের সঙ্গে সামনের দিনে আরও সমন্বিত মানবিক সহায়তার জন্য একটি রোহিঙ্গা রেসপন্স প্ল্যান তৈরি এবং তা প্রকাশের আরেকটি বৈঠকে অংশ নেবে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত