সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকায় দুই শতাধিক শিক্ষার্থী আটক

প্রকাশ : ১৩ মার্চ ২০১৮, ১৫:৩৬

শামসুজ্জোহা পলাশ

পড়াশুনায় মনোনিবেশ না করে সন্ধার পর বাড়ির বাহিরে রাস্তা ঘাটে, খেলার মাঠে, চায়ের দোকানে আড্ডা দেওয়ায় চুয়াডাঙ্গা সদর থানা ৫৩, দামুড়হুদা মডেল থানা ৯২ ও জীবননগর থানা পুলিশ ৫৯ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীকে আটক করেছে।

সোমবার (১২ মার্চ) সন্ধার পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমানের উদ্যোগে এই অভিযান চালানো হয়। পরে রাত ১০টার দিকে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় সকল শিক্ষার্থীদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমানের (স্যারের) নির্দেশে স্কুল কলেজের ছাত্রদের সন্ধার পর বাহিরে থাকায় আটক করা হয়। থানায় আটককৃতদেরকে দু’হাত তুলে সন্ধার পর পড়ার টেবিলে বসার শপথ করানো হয়।

তিনি আরো বলেন, পরবর্তিতে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত